মোঃ খোরশেদ আলম (স্টাফ রিপোর্টার) “একতাই শক্তি, একতাই বল মাদক ছেড়ে খেলায় চল” এই প্রতিপাদ্য সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার ১৮ই ডিসেম্বর রাজশাহীর বাগমারার সমসপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদীয়মান তরুণ সংঘের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে,সাংবাদিক মোঃ মিঠু সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম টুটুল ।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া বি এম কারিগরি কলেজের ইংরেজি প্রভাষক হাফেজ মাওলানা মোঃ বাবুল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল হুসাইন শেখ গোবিন্দপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জালাল উদ্দীন ।এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ক্রিড়া সম্পাদক মোঃ মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মেজবাহ,সভাস্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুভান,মোঃ সাকিব প্রমুখপরে খেলার মাঠে বক্তারা বলেন,এ ধরনের খেলা সবসময় সব জায়গায় হওয়া দরকার। কারণ এই ধরনের খেলা যদি সবসময় হয় তা হলে এলাকার যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধ অপকর্ম থেকে মুক্ত থাকবে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।