স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর পাথার থেকে চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক কৃত মাদক ব্যবসায়ী হলেন গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুর পাথার পশ্চিমপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী জাবেদা বিবি (৪৪) জাবেদা বিবি প্রকৃতপক্ষে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।স্থানীয় সুত্রে জানাযায়, আবেদা বিবি এলাকার চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী । সে দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে সমবার (২ডিসেম্বর ২৪) ভোর ৫ টার সময় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এস, আই, উৎপল কুমার সরকার সঙ্গীয় ফোর্স সহ তাকে ২০ লিটার চোলাই মদ ও ১৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদান সহ তাকে গ্রেফতার করেন। এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বাগমারা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।