মোঃ মিঠু সরকার বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদীয়মান তরুন সংঘ’ এর ৭তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক জবাবদিহি পত্রিকার বাগমারা প্রতিনিধি সাংবাদিক মোঃ মিঠু সরকার।
শনিবার(৭ই সেপ্টেম্বর ) সন্ধ্যায় সমষপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠের পাশে নিজ কার্যালয়ে সংগঠনের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সংগঠনের সিনিয়র সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন ‘উদীয়মান তরুণ সংঘ’ এর প্রধান উপদেষ্টা হাট গাঙ্গোপাড়া কারিগরি কলেজের ইংরেজি প্রভাশক হাফেজ মাওলানা মোঃ বাবুল হুসাইন ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক শ্রী শিপন কুমার,প্রচার সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ তোতা,ক্রিড়া সম্পাদক মোঃ মাসুদ রানা,অর্থ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মেসবা,সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দীন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, সাস্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক এস আর সাব্বির রহমান।
উল্লেখ্য, ২০১৩ সালে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করে ‘উদীয়মান তরুণ সংঘ’। বাগমারায় ইদবস্ত্র বিতরণ,যৌতুক বিরোধী কর্মসূচী ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য নানারকমের স্বেচ্ছাসেবী কার্যক্রম করে থাকে।