স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আউচপাড়া গোবিন্দপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়নে গরীব – দুঃখী অসহায় নারীদের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন রাজশাহী – ৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যাক্ষ মোঃ আবুল কালাম আজাদ এমপি ও তার পত্নী তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শায়লা পারভীন।
প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।
বুধবার সকাল ১০ ঘটিকার সময় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার তিনটি ইউনিয়নের নারীরা এসে জড়ো হতে থাকে উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে। শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণ।
এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ। এমপি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও ছিল না অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।
শাড়ি বিতরণের উদ্বোধন কালে অধ্যক্ষ আবুল কালাম এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক শহিদুল ইসলাম (শহীদ)। আউচপাড়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি সরদার জান মোহাম্মদ রেজাউল করিম মোস্তাক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।