রিপোর্টারঃ জাহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রধান-খুলনার পাইকগাছা উপজেলার ৩নং লতা ইউনিয়নের বেশির ভাগ খাস গুলো বহিরাগতরা ইজারা নিয়ে খন্ড খন্ড করে ভাগ করে সাব লীজ দিয়ে অবৈধ বাধ নির্মাণ করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে স্থানীয় এবং বহিরাগত কিছু ব্যবসায়ী।নিয়ম অনুযায়ী সরকারি খাস খাল ইজারা নিয়ে সাব লীজ দেওয়া এবং আড়াআড়িভাবে বাঁধ নির্মাণ করা অবৈধ।খাস খাল ইজারা নিয়ে শুধুমাত্র পানি সরবরাহ করার জায়গা অর্থাৎ গেটে জাল দিয়ে মাছ মারার কথা থাকে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে সাব লীজ দিয়ে অবৈধ বাঁধ নির্মাণ করে জ্বলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফলে খাস খালের দুই ধারের স্থানীয় মাছ এবং ধান চাষিরা সময় মতো তাদের জমির পানি সরবরাহ করতে পারছেনা যার ফলে মাছ চাষ ভালো হচ্ছেনা।
আমন চাষের সময় পানি সরাতে না পেরে ধান শাষ থেকে নিজেদেরকে বিরত রাখছে। কখনো কখনো বহিরাগত ইজারাদার স্থানীয় চাষিদের সাথে বাজে আচরণ করছে ভয় ভীতি প্রদর্শন করছে।বৃষ্টির সময় খালের দু’ধারে অবস্থিত বসত বাড়ি প্লাবিত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয় এড়িয়ে চলছে।এলাকার জনগণ এই সমস্যার সমাধানে স্থানীয় সংসদ সদস্য মো: রসিদুজ্জামান মোড়লের হস্তক্ষেপ কামনা করেছে।