ডেস্ক রিপোর্ট-নড়াইল জেলা লোহাগড়া থানাধীন লক্ষীপাশা রোড টু মহাজন রোডের ইজিবাইক,ভ্যান,যে সকল গাড়ীর আলো উর্ধ্বগতিতে এবং রোড চালিত গাড়ীর ড্রাইভারদের গাড়ীর হেডলাইট নিচের দিকে দেওয়ার জন্য শীতের ভিতর উপদেশ ও নির্দেশনামূলক দিক নির্দেশনা দিচ্ছেন।এতে করে রাতে একে অপরের গাড়ী চালাইতে সুবিধা হবে এবং দুর্ঘটনা থেকে কিছুটা প্রতিরোধ হবে।
এবিষয় নিয়ে লোহাগড়া থানা পুলিশ রাতের গাড়ীগুলোর ড্রাইভারদের সতর্কতার জন্য সচেতন ব্যক্তিগন ধন্যবাদ জানান।সাধারন মানুষের নিকট জানা যায় রাতে গাড়ীতে চলাচলে ব্যাঘাত ঘটে একে অপরের সাথে সংঘর্ষ হয়।সংঘর্ষের কারনে অনেক শিশু সহ মানুষের মৃত্য ঘটে।একারনে পুলিশ রোডে সতর্ক করার জন্য তৎপর রয়েছে বলে জানা যায়।